নিজেদের রক্ষণভাগ নতুন করে গোছানোর মিশনে নেমেছে রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা। লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডকে উড়িয়ে আনা হয়েছে। পোর্ত থেকে আনা হয়েছে কারেরাসকে।
দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে লিভারপুলের সেন্ট্রাল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতেকে কিনতে পারে রিয়াল। ইতোমধ্যে কোনাতেকে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন রটিয়েছে তারা। তাই রিয়ালকে এবার কোনাতের দাম জানিয়ে দিলো লিভারপুল। এই ফ্রেঞ্চ ডিফেন্ডারের জন্য ৩৫ মিলিয়ন ইউরো দাম চেয়েছে অলরেডরা।
কোনাতের সঙ্গে লিভারপুলের চুক্তি আছে কেবল চলতি মৌসুম পর্যন্ত। আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। তাকে ফ্রিতে ছেড়ে দেওয়ার চেয়ে বিক্রির চেষ্টা করছে অল রেডসরা। এছাড়া, লিভারপুল ১৮ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে কিনেছে। সেই কারণে কোনাতেকে ছাড়তে সমস্যা নেই দলটির।
ডিফেন্ডার হিসেবে কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় আছেন ব্রাজিলিয়ান এদার মিলিতাও। তবে ইনজুরি প্রবণ হওয়ায় তাকে পুরো সিজনে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে, রিয়ালে সেন্ট্রাল ডিফেন্সের ভাবনায় অভিজ্ঞ অ্যান্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা আছেন। তরুণ রাউল অ্যাসেনসিওকেও নিবন্ধন করিয়েছে তারা।
সব মিলিয়ে রিয়ালের ডিফেন্ডারের অভাব নেই। কিন্তু গত মৌসুমে মিলিতাও, আলাবা, কারভাহাল, ভাসকেসদের ইনজুরির কারণে বিপদে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্লেষকদের মতে, কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াসদের মতো তারকা থাকা স্বত্বেও রিয়ালের কোনো শিরোপা জিততে না পারার কারণ ছিল ডিফেন্ডারদের ওই ইনজুরি। তাই এবার রক্ষণভাগকে আরও সমৃদ্ধ করতে উঠেপড়ে লেগেছে দলটি।
বিডি প্রতিদিন/কেএ