জোনাথন ট্রট যেন ভাগ্যটাই বদলে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেটের। যুদ্ধবিধ্বস্ত মরুতে আশার ফুল ফুটিয়েছেন এই ইংলিশ ক্রিকেট গুরু। তার অধীনে বিশ্বকাপসহ আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো নিয়মিত চমক দেখাচ্ছেন রশিদ খানরা। সে হিসেবে ট্রট আফগান ক্রিকেটে বেশ সমাদৃত।
সম্প্রতি গুঞ্জন ওঠেছে, শিগগিরই আফগানিস্তান ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ট্রট। গুঞ্জন উড়িয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান এক সাক্ষাৎকারে ক্রিকবাজকে বলেন, “আমরা এখনো আশাবাদী যে ট্রট টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।”
তিনি বলেন, “কোচদের চুক্তি সংক্রান্ত বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা বর্তমানে আমাদের জাতীয় কোচিং স্টাফদের সঙ্গে আগামী বছরের জন্য তাদের ধরে রাখার বিষয়ে আলোচনা করছি।”
নাসিব খান আরও যোগ করেন, “প্রতিবছরের শেষ দিকে আমরা আমাদের কোচদের সঙ্গে এই ধরনের আলোচনা করি। এটা আমাদের বোর্ডের নিয়মিত রুটিন। এ নিয়ে আলোচনা এখনো চলছে। যখন বিষয়গুলো চূড়ান্ত হবে, তখন আমরা মিডিয়াকে জানাবো।”
২০২২ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন ট্রট। তার অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে আফগানিস্তান। ওই আসরে তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে দেয়। এরপর থেকেই ট্রটের নাম ছড়িয়ে পড়ে সর্বত্র।
বিডি প্রতিদিন/নাজিম