এল ক্লাসিকোর মহেন্দ্রক্ষণ ফুরোতে বসেছে অবশেষে। আগামী রবিবার ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। গত সিজনের নিয়তিই অনুসরণ করবে রিয়াল মাদ্রিদ, নাকি জাবি আলোনসোর অধীনে লেখা হবে নতুন অধ্যায় — সেটা সময়ই বলবে। তবে ইতিমধ্যে চায়ের টেবিলে জমে উঠেছে রিয়াল-বার্সা আলোচনা।
এল ক্লাসিকো আলোচনায় নতুন সাসপেন্সন তৈরি করেছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা ৩৯ বছর বয়সী এই সেন্টারব্যাক এখন মেক্সিকান ক্লাব মন্টের্রে’র হয়ে খেলছেন। সেখান থেকেই সাবেক ক্লাব ও ক্লাবের প্রাণভোমরা কিলিয়ান এমবাপের জন্য সাধুবাদ জানিয়েছেন।
এমবাপের সঙ্গেও রামোসের ঘনিষ্ঠ সম্পর্ক । ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এ একসঙ্গে খেলা দুই ফুটবলার। এরপর একটা সময় নিজ নিজ পথে এগিয়েছেন। স্বপ্নের ক্লাব হিসেবে রিয়ালে যোগ দেন এমবাপে। যদিও শুরুটা তার হতাশায় কাটে। তবে নতুন মৌসুমে পা দেওয়ার পর নতুন সাজে রিয়াল ও এমবাপে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার ফরাসি অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগে ৫টি এবং লা লিগায় ১০টি গোল করেছেন এমবাপে। রামোস মনে করেন, এল ক্লাসিকোতেও দুর্দান্ত পারফরম্যান্স করবেন তার সাবেক সতীর্থ।
স্পেনের জনপ্রিয় স্পোর্টস টক শো এল চিরিঙ্গিতো আজ তিনি বলেন, ‘ভালো করেই জানো আমার হার্ট আমৃত্যু সাদা (রিয়ালের জার্সির রঙ বুঝাতে এটা বলেছেন সার্জিও)। আমি আশা করি রিয়াল জিতবে এবং আমার ভাই এমবাপে দুর্দান্ত পারফরম্যান্স করবে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে ক্লাসিকো ম্যাচ পর্যন্ত আমি এমবাপের সঙ্গে কথা বলব আর তাকে খেলায় ভালো করার জন্য উৎসাহ দেব।’
এমবাপের গুণগান গেয়েছেন কোচ আলোনসো। সম্প্রতি তার মন্তব্য ছিল ঠিক এরকম- তার পারফরম্যান্সে আমরা খুব খুশি। সে ম্যাচে বড় ভূমিকা রাখছে। শুধু গোল নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোতেও তার নজর রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম