ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন।
সোমবার হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুট, এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ফিনল্যান্ডের নেতারাও আলোচনায় যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। তারা ইউক্রেনের প্রতি সংহতি জানালেও ট্রাম্প কিয়েভকে ছাড় দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। যার মধ্যে দুই শিশু রয়েছে। হামলার সময় শহরটিতে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।
গত সপ্তাহে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগদানের আশা পরিত্যাগ করতে হবে।
সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের আগে জেলেনস্কি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর আলোচনা। প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিই শান্তি আনতে পারে।
ট্রাম্প বৈঠক নিয়ে বলেন, আজ হোয়াইট হাউসে বড় দিন। আমি জানি ঠিক কী করতে হবে। যেসব মানুষ এত বছর ধরে ব্যর্থ হয়েছেন, তাদের উপদেশের প্রয়োজন নেই।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল