গাইবান্ধার গোবিন্দগঞ্জের জামায়াত নেতা ও ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যায় রিফাত মণ্ডল সৌরভ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত চাকু ও ব্যবসায়ীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন। গ্রেপ্তার সৌরভ উপজেলার শিতলগ্রাম এলাকার সামিউল ইসলামের ছেলে। নিহত নজরুল (৩৪) মুদির দোকানের পাশাপাশি বিকাশ, নগদ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। শীতলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। গোবিন্দগঞ্জ থানার হলরুমে গতকাল প্রেস ব্রিফিংয়ে ওসি বুলবুল ইসলাম জানান, নজরুলের দোকানের নিয়মিত ফ্লেক্সিলোডসহ বিকাশ লেনদেনের গ্রাহক ছিল সৌরভ। প্রায় দেড় মাস আগে রিফাতসহ তার দুই সহযোগী নজরুলের দোকানে চুরি করে। এ ঘটনায় স্থানীয় লোকজন রিফাতকে মারধর এবং ৬০ হাজার টাকা জরিমানা করে। এতে ক্ষুব্ধ হয়ে রিফাত নজরুলের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। শনিবার দিবাগত রাতে সৌরভ ফোন করে নজরুলকে বাকির ১১০০ টাকা ফেরত দেবে জানায়। এরপর নজরুল দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কানীপাড়াগামী এলাকায় পৌঁছালে সেখান থেকে দুজনে কথা বলতে বলতে হাঁটতে থাকেন। একপর্যায়ে রিফাত ক্লোরোফোম মিশানো রুমাল দিয়ে নজরুলের মুখ চেপে ধরলে তিনি জ্ঞান হারান। তখন রিফাত ধারালো ছুরি দিয়ে নজরুলের গলা কেটে হত্যা করে দুটি মোবাইল ফোন নিয়ে নেয়। ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।