রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি জরুরি নয়।
সোমবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধবিরতি হলে ভালো, তবে শান্তির জন্য এটি অপরিহার্য নয়। কৌশলগত কারণে কোনো পক্ষ যুদ্ধবিরতি না চাইতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য তার পূর্বের অবস্থান থেকে আলাদা। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুত যুদ্ধবিরতি চান এবং রাশিয়া রাজি না হলে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন।
পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, শান্তির পথে কিছু অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে যুদ্ধ শেষ হতে পারে।
এখন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি ইউরোপের বিভিন্ন মিত্র দেশ, ইউরোপীয় কমিশন এবং ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করছেন তিনি। জেলেনস্কির সঙ্গে বসে ট্রাম্প বলেন, তিনি সবার জন্য যুদ্ধের অবসান চান।
বিডিপ্রতিদিন/কবিরুল