বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘তাদের মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাহলে তারা নেপথ্যে আরও কত কাজ করছে?’ গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এ মন্তব্য করেন। নীলফামারী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক নেতা মোদাব্বের হোসেন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক সেলিম ফারুক, সদস্যসচিব সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু প্রমুখ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৩৯৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে; যার মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ আওয়ামী লীগের দলীয় লোক রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘তাঁরা যদি পোলিং, প্রিসাইডিং অফিসার হন তাহলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এদের যোগ্যতার মাপকাঠি ছিল ছাত্রলীগ, যুবলীগ করছেন কি না। তাই তাঁদের ভোটের বাইরে রাখতে হবে। আমাদের দাবি নিরপেক্ষ লোকদের নিয়োগ দেওয়া হোক। বিগত ১৫ বছরে পুলিশ-প্রশাসন ছিল না, এরা ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান-তারা এগুলো দেখবে।’ রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।’ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, ‘জনগণ এ ধরনের নির্বাচনি পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়।’ আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্রপ্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকবে।’
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২২, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আওয়ামী দোসররা নাশকতার চেষ্টায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর