ভারতের লাদাখের গলওয়ান উপত্যকায় এ বার ঘুরতে যেতে পারবেন পর্যটকেরা। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ভারতীয় সেনাদের। তার পর থেকে দীর্ঘদিন ধরে কূটনৈতিক শীতলতা চলে দু’দেশের মধ্যে। এ বার সেই গলওয়ান উপত্যকাকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করছে ভারত। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।
লাদাখের উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) কবিন্দর গুপ্ত বলেন, পর্যটনের বিকাশের জন্য সিয়াচেন এবং গলওয়ানকে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে পর্যটকেরা লাদাখের সীমান্তবর্তী অঞ্চলের প্রাকৃতিক শোভা দেখতে পারবেন।
ভারতের সামরিক ইতিহাসের দিক থেকে গলওয়ান এবং সিয়াচেন উভয়ই গুরুত্বপূর্ণ। সিয়াচেনকে বলা হয় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র।
সম্প্রতি ডোকলাম মালভূমির সিকিমের অংশও পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সিকিম, ভুটান এবং চিনের কিছু অংশ মিলিয়ে তৈরি ডোকলাম মালভূমি। ২০১৭ সালে এই মালভূমির ভুটানের অন্তর্গত একটি অংশে সড়ক নির্মাণের চেষ্টা করে চীন। ভারত তাতে আপত্তি জানাতেই উত্তেজনা ছড়ায়। ওই ঘটনার আট বছর পরে ডোকলামের ভারতীয় অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল