৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা ১১ সেপ্টেম্বর। গতকাল সকাল ৯টায় জাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম শুরু হয়েছে। সরগরম হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র-শিক্ষক কেন্দ্র ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সম্ভাব্য প্রার্থী দিয়ে প্যানেল গোছানোর কাজ শুরু করেছে। বিভাগ, আবাসিক হল, টিএসসি, ক্যাফেটেরিয়া, বটতলা সব জায়গায় আলোচনার মূল বিষয় জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন জাকসু নির্বাচন না হওয়ায় তাদের অধিকার আদায়ের যথাযথ কোনো প্ল্যাটফর্ম ছিল না। জাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সার্বিক অধিকার আদায়ে কাজ করবেন বলে আশা তাদের। শক্তিশালী প্যানেল গঠনের জন্য জাবি শাখা ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এককভাবে প্যানেল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শাখা ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি দেখা গেছে। ছাত্রদল থেকে দুটি প্যানেল হওয়ার গুঞ্জন রয়েছে। একটি প্যানেল শাখা ছাত্রদলের সুপার ফাইভের অনুসারীদের মধ্য থেকে অন্য প্যানেল বিদ্রোহী গ্রুপ থেকে হতে পারে বলে ছাত্রদলের একাধিক সূত্রে জানা গেছে। বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা ইতোমধ্যে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্যসচিবসহ সুপার ফাইভের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে দুটি প্যানেল দৃশ্যমান। একটি প্যানেলে ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট (ফাইজা), ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রীসহ কয়েকটি সমমনা সাংস্কৃতিক সংগঠন এবং অন্য প্যানেলে ছাত্র ইউনিয়নের জাহিদ-তানজিম একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট (মেঘ), জাহাঙ্গীরনগর থিয়েটারসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতুসহ কয়েকজন মিলে পৃথক প্যানেল গঠনে তোড়জোড় দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ১১ হাজার ৯১৯ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ১০২ জন ছাত্র এবং ৫ হাজার ৮১৭ জন ছাত্রী ভোটার।
শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২১, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ভোটযুদ্ধে ছাত্র সংসদ
সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর