ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এতে করে মর্যাদাপূর্ণ এই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্লাবটি।
শুক্রবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মাঠে গড়ায় এই ম্যাচ। ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস থেকে ১৬ গজ দূর থেকে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে ফ্লুমিনেন্সকে লিড এনে দেন মাতেউস মার্তিনেল্লি।
ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল আল-হিলাল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সেটি বাতিল হয়ে যায়।
তবে ৫১তম মিনিটে মারকোস লেওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। এটি ছিল তার টুর্নামেন্টে চতুর্থ গোল।
তবুও ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় ফ্লুমিনেন্স। স্যামুয়েল জাভিয়ের একটি হেড করেন এবং বদলি খেলোয়াড় হারকিউলিস নিচু শটে বল জালে জড়ান!
শেষ দিকে আল-হিলাল অনেক চাপ দিলেও সমতা ফেরাতে পারেনি। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়নি।
ফ্লুমিনেন্সের এই সাফল্য বিস্ময়কর। কারণ তারা ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে পড়ে না। গত মৌসুমে অবনমন জোনের মাত্র চার পয়েন্ট উপরে ছিল তারা। আর চলতি ২০২৫ মৌসুমে লিগে ষষ্ঠ স্থানে রয়েছে ক্লাবটি। তবে, এখন তারা মাত্র দুটি জয়ের দূরত্বে ক্লাব বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার!
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সিতে সেমিফাইনালে খেলবে চেলসি অথবা পালমেইরাসের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/কেএ