চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউভেটরে জন্ম নেওয়া ৩৩টি বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সাপগুলো অবমুক্ত করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।
রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জানান, সাপগুলোকে অভয়ারণ্যের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে, যেখানে তারা সহজেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে এবং প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সর্বদা তৎপর।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘ইনকিউভেটরে জন্ম নেওয়া এই ছানাগুলোর বয়স, স্বাস্থ্য ও পরিবেশ উপযোগিতা বিবেচনায় নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে একটি কার্যকর পদক্ষেপ।’
অবমুক্তকরণ কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এই অভয়ারণ্যই সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। এখানে তারা প্রকৃতির অনুকূল পরিবেশে বেড়ে উঠতে পারবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এই অভয়ারণ্যকে ঘিরে পর্যটন সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে পর্যটকরা প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে এখানে এসে প্রাণ জুড়াতে পারবেন। এজন্য প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ