ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন জনপ্রিয় তারকা তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। প্রায় ১১ বছর পর ২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। এবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
মিথিলার কথায়, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ সালে এসে বুঝলাম এই সম্পর্কটা আর কাজ করবে না।
তখন সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা পড়েছিলেন মানসিক চাপে। তিনি বলেন, আমি ছিলাম অনেক অল্প বয়সী, একটা এক বছরের বাচ্চা ছিল। আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।
মিথিলা আরও বলেন, ২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একটা জায়গায় আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু হঠাৎ বুঝলাম সেটা আমার জায়গা না।
বিডি-প্রতিদিন/শআ