কুমিল্লা বিসিক শিল্পনগরী। নাম বললেই চোখের সামনে ভেসে উঠে একটি কর্মমুখর পরিবেশ। উৎপাদন আর উন্নয়নের যত গল্প। এর সঙ্গে সেখানকার জলাবদ্ধতা, ভাঙা সড়ক, ভরাট ড্রেন, সড়কবাতির অপ্রতুলতা, নিরাপত্তাহীনতার দৃশ্যও ভেসে উঠত। সেই দৃশ্য কমতে শুরু করেছে। কর্তৃপক্ষের সাড়া পেতে দেরি হওয়ায় কাজে নেমে পড়ছেন একদল তরুণ। বিসিক, কুমিল্লা সিটি করপোরেশনের পাশাপাশি কাজ করছেন এ তরুণ উদ্যোক্তারা। তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন। সংগঠনের নাম তরুণ উদ্যোক্তা পরিষদ (ইয়েস)। তাদের উদ্যোগে কমছে দুর্ভোগের চিত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিক কার্যালয়ের সামনের ড্রেনের ময়লা তুলছেন কয়েকজন শ্রমিক। তদারকি করছেন তরুণ উদ্যোক্তা ইজাজ আহমেদ খান, মো. রিয়াজ উদ্দিন আহমেদসহ কয়েকজন। তারা ২০২৪ সালের নভেম্বর মাস থেকে এ ধরনের কাজ করছেন। এ ছাড়া কিছু স্থানে লাইটিং ও সিসি টিভি লাগিয়েছেন। নিরাপত্তার জন্য টহলের ব্যবস্থা করেছেন। তারা শিল্প মালিকদের সহায়তায় এসব কাজ করছেন বলে জানান। ইয়েসের সভাপতি ইজাজ আহমেদ খান বলেন, ‘আমাদের বিসিক একটি বিশেষায়িত এলাকা। এখানে ১২ মাস জলাবদ্ধতা লেগে থাকত। ড্রেনগুলো ভরাট হয়ে আছে। পানি সরার ব্যবস্থা নেই। নানা কারণে কর্তৃপক্ষের সেবা সময় মতো পাওয়া যচ্ছে না। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এখানে মালিক সমিতি থাকলেও তাদের অনেকে বয়োবৃদ্ধ হওয়ায় আগের সেই উদ্যম নেই। তাই আমরা তরুণরা ইয়েস সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের এখানে ২০ হাজার ফুটের বেশি ড্রেন আছে। তার মধ্যে ১৫ হাজার ফুট সংস্কার করেছি। ড্রেনের সঙ্গে লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিয়ে কাজ করছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ও বিসিকও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ রয়েল ফুডস ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান বলেন, ‘বিসিক এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বিসিক ও সিটি করপোরেশনের বাইরে ব্যক্তিগত উদ্যোগে তরুণরা যে কাজ করছেন তা ব্যতিক্রম। তাদের উদ্যোগের ফলে আমাদের দুর্ভোগ অনেক কমেছে।’ মালাই সুইটস অ্যান্ড বেকারির স্বত্বাধিকারী খোকন সরকার বলেন, ‘আমাদের ব্যবসার বয়সে এরকম ভালো উদ্যোগ আর দেখিনি। তাদের এ উদ্যোগকে মহৎ বলে মনে করি। জলাবদ্ধতা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তরুণরা কাজ করছেন। এখানে আগে কোমর সমান পানি হতো। ড্রেন সংস্কার হওয়ায় জলাবদ্ধতা অনেক কমেছে।’ বিসিক কুমিল্লার ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘বিসিক এলাকাটি নিচু। বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। পানির আউটলেটটি রেললাইনের পাশে। সেই স্থানে সমস্যা থাকায় পানি সরতে পারছে না। সেটি সিটি করপোরেশন এ বছর করে দেবে বলে জানিয়েছে। কাজটি শেষ হলে আমাদের জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না।’ তিনি আরও বলেন, এখানকার ৫০ ভাগ সড়ক ও ড্রেনের কাজ আমরা সম্পন্ন করেছি। বাকিগুলোও সিটি করপোরেশনের মাধ্যমে করা হবে। এদিকে বিসিক শিল্পপ্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন তাদের তৃতীয় প্রজন্ম ইয়েসের এ তরুণরা। তাদের কাজগুলো ব্যাপক ইতিবাচক। তাই আমরা তাদের সহযোগিতা করছি। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিসিককে এগিয়ে নিচ্ছেন।
শিরোনাম
- দুই বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
- বার্তা পরিষ্কার, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে : আমীর খসরু
- নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : টুকু
- মোদি-শি-পুতিনের বৈঠকের পরই ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
- প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ
- পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের প্রেসিডেন্ট
- চবি সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মান্না
- দিনাজপুর সরকারি কলেজে ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- মিয়ানমারের নির্বাচনে সমর্থন দিল ভারত
- আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
- আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে টিম প্রস্তুত: ইউনিসেফ
- ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের ইশতেহার ঘোষণা
- ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম
- ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- রংপুরে আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, প্রকৃতিতে রুক্ষভাব
- চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু
- মোদিকে নিশানা করে আবারও আক্রমণাত্মক বক্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার
- সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া