বগুড়া রেলওয়ে মার্কেটের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে আওয়ামী লীগের এজাহারভুক্ত মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি আব্দুর রহিম রানা, সদস্য আব্দুর রহিম আকন্দ, মার্কেট পরিচালনা কমিটির সভাপতি এরশাদুল বারী এরশাদ, সহ-সভাপতি রেজাউল হাসান রানু, মাহবুবর রহমান, রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন লিউলিন, সাধারণ সম্পাদক মো. কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল কুদ্দুস সাহেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. আমানুল্লাহ বাবু, সেলিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়-বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ বোনারপাড়া শাখার সম্পাদক মো. রায়হান কবির, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হায়দার আলী সরকার, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাহমুদুন্নবী রাসেল একই পরিবারের সদস্য।
তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বগুড়া ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে আমাদের নিকট থেকে দোকান ঘরের কাগজ করার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। এই মার্কেটের জায়গা বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের।
২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হলে তারা মার্কেটের ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সকল কাগজ-পত্র নিয়ে আত্মগোপন করেছেন। আত্মগোপনে থেকেও তারা আমাদের নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তীকালীন কমিটি ও মার্কেটের সাধারণ ব্যবসায়ীর পক্ষ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই