টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশগুলো তুলনায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। তাই বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি।
বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। গত আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি। ৩ সেপ্টেম্বর পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না। নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড।
সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, উডের চুক্তির মেয়াদ ৩ সেপ্টেম্বর পর্যন্তই থাকছে। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকটা দিনের জন্য। এবং এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনব বা তার মতো কাউকে আনব।
বাংলাদেশে 'স্থায়ী চাকরি' ছিল না উডের। তাই এখন অন্য কোথাও যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/কেএ