চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় আবদুল্লাহ আল মনির হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার বিকেল সাড়ে তিনটার পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মামলার প্রধান আসামি মো. দেলোয়ার হোসেন দিলু (৩৬), হাসান প্রকাশ কিরিচ হাসান (৩০), মোহাম্মদ শাহিন (২৮) ও মো. মোবারক হোসেন বাপ্পি (৩৬)।
র্যাবের তথ্য অনুযায়ী, ৩০ আগস্ট হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনিরকে চার থেকে পাঁচজন সন্ত্রাসী ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মনির হত্যার মূলহোতা এবং মামলার প্রধান আসামি মো. দেলোয়ার হোসেন দিলু ও হাসান প্রকাশ কিরিচ হাসানকে বিকেল সাড়ে তিনটার দিকে হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, বিকেল পৌনে পাঁচটার দিকে আলীনগর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ শাহিন ও মো. মোবারক হোসেন বাপ্পিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মনিরের এলাকায় কাজ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আসামিদের সাথে বিরোধ চলছিল। ৩০ আগস্ট রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার সময় দিলু ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে মনিরকে কুপিয়ে জখম করে।
বিডি প্রতিদিন/হিমেল