নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরুল ইসলাম লিটন।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম ও জান্নাতুল নেছা।
হাসপাতালের ব্যবস্থাপক গোলাম আরেফিন সরকার জানান, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৫৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ২৫০ জনকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল