আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বহু হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে আঘাত হানা এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮৫০ ছাড়িয়েছে। গতকাল বিকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হতাহতের সংখ্যা কেবলই বাড়ছিল। সূত্র : আলজাজিরা, বিবিসি।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী কুনার ও নানগারহার প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। উদ্ধার অভিযান চলমান থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে। কুনারের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিট পরপর নতুন রোগী আসছে। তার ভাষায়, ‘পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়েছে, অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। কয়েক ঘণ্টায় শুধু এ হাসপাতালে অন্তত ১৮৮ জন আহত আসেন। অন্যদিকে নানগারহারের প্রধান হাসপাতালে অন্তত ২৫০ জন আহতকে ভর্তি করা হয়েছে।
এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘ কোনো প্রয়াসেই কার্পণ্য করবে না। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।