নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, অথচ একটি দল এটি নিয়ে উঠেপড়ে লেগেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে নতুন দল এনসিপিও। তিনি বলেন, দেশের সংবিধানেও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। গতকাল নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পিটিআই মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আবদুল খালেক। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মুক্তার হোসেন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।