ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী ইয়াসিন আরাফত ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তুলে ধরা মৌলিক অঙ্গীকারসমূহ হলো-
১. রেজিস্ট্রার ভবনের কার্যক্রম ডিজিটালাইজেশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব পালনে বাধ্যকরণ এবং দুর্নীতি রোধ করে বাজেটের যথাযথ বাস্তবায়ন।
৩. ক্যান্টিনগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে খাবারের দাম কমানো ও মান বৃদ্ধি করা।
৪. সবার জন্য সিঙ্গেল বেড ও উন্নত আবাসন নিশ্চিত এবং হলে অনাবাসিক ছাত্রীদের জন্য কমনরুম স্থাপন করা।
৫. কালচারাল হেজিমনি (Cultural Hegemon), হিজাবফোবিয়া ও যৌন হয়রানি রোধ করা এবং জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা।
৬. নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এর চেতনাকে ধারণ করে Fourth Industrial Revolution (4iR) এর উপযোগী দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা।
৭. শিক্ষার্থীদের সকল আইনগত ও জরুরি সহায়তায় DU Help Desk চালু করা এবং শিক্ষা ও গবেষণার জন্য প্রযুক্তির সর্বাধুনিক সেবা নিশ্চিতে Super Computer স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৮. পরিবহন সংখ্যা বৃদ্ধি ও অ্যাপের মাধ্যমে Real Time Tracking ব্যবস্থা প্রবর্তন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে যানবাহন ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।
৯. লাইব্রেরি আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা করা।
১০. স্বাস্থ্যবীমার দীর্ঘ প্রক্রিয়া সহজীকরণ এবং আবাসিক হলগুলোতে ফার্মেসি স্থাপন করা।
১১. গেস্টরুম ও র্যাগিং সহ সব ধরনের শিক্ষার্থী নির্যাতন রোধ এবং মাদক ও দূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
১২. ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং ওয়ান স্টপ ক্যারিয়ার সলিউশন সেন্টার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করা।
১৩. ইউরোপিয়ান একাডেমিক ফ্রেমওয়ার্ক-এর Erasmus Student Mobility এর ন্যায় বাংলাদেশে অনুরূপ প্রোগ্রাম গ্রহণ এবং এর ধারাবাহিকতায় তা দক্ষিণ এশিয়ায় বাস্তবায়ন করা।
বিডি-প্রতিদিন/বাজিত