নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাবের সহযোগিতায় ফ্রি-চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য চিকিৎসা’ এই স্লোগানে ফ্রি-চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, জেলা তাঁতী দলের সভাপতি মো. সারওয়ার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এদিন সকালে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বাদ যোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া, বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে স্মরণকালের এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এতে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। যার সুফল মানুষ এখনো পাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আমরা আগামী নির্বাচনে জয়ী হয়ে তা বাস্তবায়ন করব।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া জিয়াউর রহমান ও তারেক রহমানের জন্মভূমি। এখানকার মানুষ বিএনপিকে ভালোবাসে। আশা করি, আগামী নির্বাচনে এ জেলার মানুষ সাতটি আসনেই বিএনপিকে জয়ী করবে।
বিডি প্রতিদিন/কেএ