বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যারা আগে প্লাস্টিকের ব্যাগ বানাত, এখন থেকে তারা পাটের ব্যাগ বানাবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্লাস্টিক ব্যাগ তৈরির প্রক্রিয়ায় সীমিত সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু পাটের ব্যাগে সুতা, কাপড় এবং ব্যাগ তৈরির প্রতিটি ধাপে বহুগুণ কর্মসংস্থান তৈরি হবে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য আমদানি হয়, অথচ পাটপণ্য রপ্তানি এক বিলিয়ন ডলারেরও কম। আমাদের সোনালি আঁশের ঐতিহ্য হারিয়ে গেছে। পরিবেশ ও পাট মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের পর সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করবে। পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।