বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য আজিজুর রহমান বেনো, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা প্রমুখ।
এর আগে, পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই