বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে র্যালি বের হয়।
শহরের প্রধান সড়ক দিয়ে মোক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, সদর বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই