দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে মোছাঃ রুকাইয়া আকতার (১৩) ও মোছাঃ আলিফ নুর (১২) নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা রুকাইয়া আকতারের মৃতদেহ উদ্ধার করেছেন।
ঘটনা সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর মাধব ঘাটে ঘটে। নিহত রুকাইয়া আকতার কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের মেয়ে এবং নিখোঁজ আলিফ নুর একই এলাকার মোঃ আলমগীরের মেয়ে।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের সাব-অফিসার মোঃ মসলেম উদ্দীন জানান, জেলা কাহারোল উপজেলার পাঁচজন শিশু নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রুকাইয়া আকতার ও আলিফ নুর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করতে ব্যর্থ হলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
দুপুর ১টায় রুকাইয়া আকতারের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আলিফ নুরকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরী পাঠানো হয়েছে। বিকেল ৩টায় রংপুর থেকে ডুবুরী এসে যোগ দিলে উদ্ধার তৎপরতা পুনরায় শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল