দেশে প্রথমবারের মতো সামুদ্রিক শৈবালকে প্যাকেটজাত ইনস্ট্যান্ট সুপ তৈরি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর একদল গবেষক। ‘SAU Seaweed Soup’ নামে বাজারে আসতে যাচ্ছে এই পণ্যটি। বিশ্বব্যাপী সি-উইড বা সামুদ্রিক শৈবালকে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এর বহুমুখী ব্যবহার রয়েছে খাদ্য, ওষুধ ও শিল্পক্ষেত্রে। পুষ্টিগুণের দিক থেকে এটি সমৃদ্ধ। প্রাকৃতিক ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন সি ও আয়োডিনের উৎস, আবার ক্যালোরিমুক্ত হওয়ায় স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০০ প্রজাতির সিউইড পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে মাত্র ১৪টি। বঙ্গোপসাগরের সমুদ্রতটের প্রায় ১০ শতাংশ সি-উইড চাষের জন্য উপযোগী, যা থেকে বছরে প্রায় ৪০০ টন সি-উইড উৎপাদন করা সম্ভব। এর অর্থনৈতিক সম্ভাবনা প্রায় ৮৭৮ কোটি টাকা। দেশে এর সম্ভাবনা থাকা সত্ত্বেও ঠিকভাবে বাজারজাত না হওয়ায় চাষিরা এর ন্যায্যমূল্য পান না এবং ধীরে ধীরে এটি চাষে আগ্রহ হারিয়ে ফেলেন। এই বাস্তবতায় সি-উইডের বাজারজাতকরণ ও এটি জনপ্রিয় করে তুলতে গবেষণা করছেন শেকৃবির ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও তাঁর গবেষক দল। গবেষক দল Gracilaria, Ulva ও Hypnea প্রজাতির সি-উইড দিয়ে একাধিক সুপ রেসিপি তৈরি করে। পরে বিশেষজ্ঞ ও ভোক্তা প্যানেলের মতামতের ভিত্তিতে Ulva প্রজাতির সি-উইডকে বাণিজ্যিক উৎপাদনের জন্য বেছে নিয়েছে। স্থানীয় স্বাদ বজায় রেখে প্রস্তুত এই সুপ স্মার্ট ড্রায়ার প্রযুক্তি দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে যেন পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। গবেষক দল বলছেন, SAU Seaweed Soup বাজারে আসবে একাধিক প্যাকেজিং সাইজে। একজন থেকে শুরু করে ছয়জনের জন্য আলাদা প্যাকেট থাকবে। মাত্র দুই মিনিট গরম করলেই খাওয়ার উপযোগী এই সুপ স্বাস্থ্যকর খাবারের নতুন সংযোজন হতে যাচ্ছে। মানবদেহের জন্য উপকারী এই সুপের একটি ১২.৫ গ্রামের প্যাকেটে সি-উইড রয়েছে ২.৫ গ্রাম যা একজনের জন্য প্রযোজ্য। এ ছাড়াও দুজনের (২৫ গ্রাম প্যাক), চারজনের (৫১ গ্রাম) ও ছয়জনের (৭৫ গ্রামের প্যাক) আলাদা ফ্যামিলি প্যাকেট রয়েছে। প্রকল্পের মুখ্য গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের কক্সবাজার উপকূলের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ, সাগরে মাছ কমে যাওয়া এবং মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে (প্রায় ৫৮ দিন) জীবিকার ঝুঁকিতে রয়েছেন। সি-উইড চাষ ও প্রক্রিয়াজাতকরণ তাদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করবে। একই সঙ্গে দেশের অপুষ্টি সমস্যার সমাধানে এটি বড় ভূমিকা রাখতে পারে।’ তিনি আশা করছেন, এই সুপ দেশের মানুষের বিশেষ করে শিশুদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসময় সি-উইড বা সামুদ্রিক শৈবালকে লতাপাতা ভেবে অবজ্ঞা করা হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ে সুপার ফুড হিসেবে স্বীকৃত। চিকিৎসক ও পুষ্টিবিদরা এখন নিয়মিত সি-উইড খাওয়ার পরামর্শ দিচ্ছেন। বর্তমানে সুপের নমুনা পরীক্ষা চলছে, যাতে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না তা নিশ্চিত করা যায়। পাশাপাশি পণ্যে থাকবে ই-ট্রেসেবিলিটি সিস্টেম, যেখানে ক্রেতারা প্যাকেটের কোড স্ক্যান করে উৎপাদন প্রক্রিয়া, পুষ্টিমান ও ক্যালোরি সম্পর্কিত তথ্য জানতে পারবেন। একই সঙ্গে ছয় মাসব্যাপী প্যাকেটজাত নমুনার স্বাস্থ্যঝুঁকি পরীক্ষাও চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে সি-উইডভিত্তিক শিল্পের প্রসার ঘটবে।
শিরোনাম
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
পুষ্টিকর শৈবাল সুপ উদ্ভাবন
► শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ► পুষ্টি ও কর্মসংস্থানের সম্ভাবনা
তাসনিম আহমেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর