চা বাগানে পানির চাহিদার কথা জানাবে রোবট। প্রয়োজনমাফিক পানিও সেচ দেবে রোবট। অন্যদিকে কোনো শিশু পানিতে খেলা করলে সে বিপজ্জনক অবস্থায় আছে কি না তা জানিয়ে দেবে যন্ত্রটি। খেতখামারে পোকার আক্রমণ নিয়েও সিগন্যালের মাধ্যমে চাষিকে জানিয়ে দেবে। এমন প্রযুক্তি তৈরি করেছে পঞ্চগড়ের স্কুলপড়ুয়া প্রান্তিক খুদে বিজ্ঞানীরা। বিজ্ঞানভিত্তিক ছয় দিনের কর্মশালায় অংশ নিয়ে এমন আবিষ্কারের কথা জানিয়েছে তারা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিক্ষার্থীদের মাধ্যমে গড়ে উঠেছে Leadership the programmable logic control and artificial intelligent World (এলপিএ) নামে একটি বিজ্ঞান ক্লাব। এই ক্লাবের আয়োজনে জেলার পাঁচ উপজেলায় আয়োজন করে রোবোটিক্স ও হোম অটোমেশন কর্মশালা। উপজেলাভিত্তিক কর্মশালায় অংশ নেওয়া দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৩০ জনকে বেছে নেওয়া হয় জেলাভিত্তিক কর্মশালায় অংশ নেওয়ার জন্য। সম্প্রতি সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খুদে বিজ্ঞানীরা জেলার সমস্যা ও সমাধানভিত্তিক তিনটি দলে বিভক্ত হয়ে এককভাবে তিনটি এবং দলীয়ভাবে প্রায় ৩০টি প্রযুক্তি প্রদর্শন করেন। এর মধ্যে তিনজনকে সেরা হিসেবে বিবেচনা করে তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। শিক্ষার্থীরা বলেছে, তারা কৃষক, চা চাষি, চা শ্রমিক, শিশু এবং অগ্নি নির্বাপণের জন্য বিভিন্ন যন্ত্র নির্মাণ করেছেন। পৃষ্ঠপোষকতা পেলে এগুলো বাজারে আনা সম্ভব। তারা আরও জানায়, প্রান্তিক এলাকায় বসবাসের কারণে বিজ্ঞান চর্চা থেকে তারা বঞ্চিত। সরকারি উদ্যোগে জেলা ও উপজেলাভিত্তিক ল্যাব এবং রোবোটিক্স গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করে এমন আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।
শিরোনাম
- মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা: দ্য টেলিগ্রাফ
- শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন, বিশৃঙ্খলা সৃষ্টিতে হুঁশিয়ারি
- কম্বোডিয়ায় আটক ৬৪ দক্ষিণ কোরীয় নাগরিককে দেশে ফেরার পর গ্রেফতার
- ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক : ইইউ
- কলম্বিয়ায় পুলিশের ওপর হামলা ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের
- আরও এক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
- যেভাবে ট্রাম্পের ‘দুর্বল জায়গায়’ আঘাত করল চীন
- শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করলো চীনের কমিউনিস্ট পার্টি
- নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস করল পর্তুগাল
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন ট্রাফিক নির্দেশনা
- রবিবার ২টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম
- রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের আরও তিন গ্রাম
- ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প
- আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত বেড়ে ৪০
- লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা
- ১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা
- যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প
- পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
রোবট জানাবে চা-বাগানে পানির প্রয়োজন
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর