চাঁদপুরে প্রতিভাবান খুদে ফুটবলার সোহান। বয়স পাঁচ বছর। এরই মধ্যে ফুটবল নৈপুণ্যে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। জরাজীর্ণ ঘরের উঠানে বাবার কাছ থেকে ক্রীড়া প্রশিক্ষণ নেয় সে। মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনি গ্রামে জন্ম তার। তার বাবা সোহেল প্রধানিয়া একজন সাইকেল মেকানিক ও মা রেহানা বেগম একজন গৃহিণী। মাত্র পৌনে ছয় বছর বয়সে মেসি, নেইমারের মতো অসাধারণ প্রতিভা দেখিয়ে শিশু সোহান এলাকার সবাইকে অবাক করেছে। বাবার কাছ থেকেই তার ফুটবল খেলা শেখার হাতেখড়ি। তার বাবা চান ছেলেকে দেশসেরা ফুটবলার বানাতে। চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনি গ্রামে জরাজীর্ণ ছোট একটি টিনশেড ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকেন সোহান। দুই ভাইবোনের মধ্যে সোহান ছোট। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। সোহান বলেন, ‘আমি কেজি ওয়ানে পড়ি। আমি বড় হয়ে মেসি হতে চাই।’ মা রেহানা বেগম বলেন, ‘সোহান ছোটবেলা থেকেই ফুটবল খেলে। আমরা তার পাশে থাকলেও তার চাওয়া-পাওয়ার মতো সবকিছু দিতে পারি না। আর্থিক অবস্থার কারণে তাকে ঠিকমতো খাওয়া-দাওয়াসহ খেলার জিনিসও দিতে পারি না।’ বাবা সোহেল প্রধানিয়া বলেন, ‘আমি সোহানকে সকালে নামাজ পড়ে এক থেকে দেড় ঘণ্টা খেলা শিখাই। আমি চাই সোহান বিশ্বমানের তারকা খেলোয়াড় হয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করবে। আমি গ্যারেজের কাজ করে কয় টাকাই পাই, হয়তো ৫০০-৬০০ টাকা পাই, এই টাকা দিয়ে সংসার চালাতেই কষ্ট। তাই আমার সোহানের ভালো খাবারই দিব কেমনে, ভালো বুট জুতা বা জার্সি দিব কেমনে?’ স্থানীয় মোবারক বেপারী ও শিক্ষক হাফেজ খলিলুর রহমান বলেন, ‘সোহানের পরিবার কষ্টে দিনযাপন করছে। তাদের বাড়িতে একটি জরাজীর্ণ ঘরসহ জমিটুকুই তার ঠাঁই। সোহানের এমন অসাধারণ প্রতিভা দেখে আমরা রীতিমতো হতবাক। এলাকাবাসীর কাছে সে জুনিয়র মেসি হিসেবে পরিচিত। সোহানের যে প্রতিভা, আমরা মনে করি ভালো প্রশিক্ষণ পেলে, সে একদিন দেশসেরা ফুটবলার হবে।’ সোহানের পায়ে ফুটবল প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়ে। সাবেক জাতীয় ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে পাঠিয়ে সোহান ও তার পরিবারের দায়িত্ব তারেক রহমান নিয়েছেন বলে ঘোষণা দেন। আমিনুল হক সোহানের বাড়িতে এসে সোহানের হাতে বেশ কয়েকটি ফুটবল তুলে দেন এবং বুট জুতা ও জার্সি নিজ হাতে পরিয়ে দেন। একই সঙ্গে সোহান ও তার পরিবারের খরচ বহনের জন্য প্রতি মাসের ৫ তারিখ তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দেন। তাৎক্ষণিক সোহানের বাবার হাতে নগদ ১ লাখ টাকাও প্রদান করেন। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনি বলেন, সোহান ভবিষ্যতে দেশের সেরা খেলোয়াড় হবে, এটাই প্রত্যাশা। সোহানের জরাজীর্ণ ঘর দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোহানের জন্য সহায়তার আশ্বাস দেন।
শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
ফুটবলে তার অসাধারণ নৈপুণ্য - বিস্ময়বালক সোহান
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর