বয়স তাঁর ৭২ বছর। ডায়েরি লেখেন টানা ৫১ বছর। প্রতিদিন ১২টি ও শুক্রবার ২০টি পত্রিকা পড়েন। জমান পত্রিকার বিশেষ সংখ্যা। সেগুলো বাইন্ডিং করে রাখেন। তাঁর বাসার ব্যক্তিগত লাইব্রেরিতে বই রয়েছে পাঁচ হাজারের বেশি। তিনি সৈয়দ আবদুল কাইয়ুম। বর্তমানে মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ। এর আগে তিনি লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ ও শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে লাইব্রেরি গড়েছেন। ব্যক্তিগত উদ্যোগে বই প্রদান করেছেন। কলেজ ক্যাম্পাসে সবুজ বাগান গড়ে তুলেছেন। তিনি মনে করেন, এগুলোর মধ্য থেকে নেওয়া জ্ঞান তিনি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তাঁর কুমিল্লা নগরীর জিলা স্কুলের বাসায় গিয়ে দেখা যায়, ড্রয়িং রুম পুরোটা একটা লাইব্রেরি। বিশ্রামের রুম, বেডরুম সর্বত্র বই আর পত্রিকার ছড়াছড়ি। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজে থাকেন। বাসায় ফিরতে সন্ধ্যা। সন্ধ্যার পর থেকে লাইব্রেরির বই আর পত্রিকা পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। চলে রাত ১২টা পর্যন্ত। রাতে টিভিতে সংবাদপত্রের পর্যালোচনা দেখে বিছানায় যান। বাসায় তিনি পত্রিকাগুলো উল্টে দেখছেন। কোনো শিক্ষণীয় প্রতিবেদন থাকলে তা কেটে রাখছেন। এ ছাড়া পত্রিকার বিশেষ সংখ্যাগুলো আলাদা রাখছেন। সেগুলো বাইন্ডিং করেছেন। এখন ৪২ খণ্ড আছে। আরও ১২ খণ্ড বাঁধাই করতে দিয়েছেন। পত্রিকা পড়া শেষ করে বইতে চোখ বুলান। এরপর ডায়েরি খুলে বসেন। সারা দিনের কাজের উল্লেখযোগ্য অংশ লিখে রাখেন। সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, শিক্ষাবিদ অজিত কুমার গুহ বলেছেন, যে শিক্ষক প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় না সে শিক্ষক নয়, খুনি। তাই নিজে একটু পড়ার চেষ্টা করি।’ ডায়েরি লিখেন ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে। ক্লাস শিক্ষকরা যে বক্তব্য দেন তা মনে রাখা কষ্টকর ছিল। লিখে রাখলে মনে থাকে। মুখস্থ করলে পড়া মনে থাকে না। তাই আত্মস্থ করতে হয়। আত্মস্থ করতে লিখে রাখা উত্তম। ১৯৭৪ সাল থেকে নিয়মিত ডায়েরি লিখেন। ১৯৮০ সালে একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি হয়। সেখানে তাঁর ঊর্ধ্বতন ছিলেন আবদুর রউফ ভুইয়া। তিনি তার জন্য বই ও ডায়েরি নিয়ে আসতেন। তিনি বলতেন, বই পড়ে ডায়েরিতে উল্লেখযোগ্য অংশ নোট করবে। পরের মাসে এলে আমাকে তার সারমর্ম বলবে। সেই থেকে বই পড়া ও ডায়েরি লেখা আরও গতি পায়। তিনি বলেন, একটি পত্রিকা পড়ে আমার মনের ক্ষুধা মিটে না। মনে হয় কিছু বাদ পড়ে গেল। তাই প্রতিদিন ১২টি ও শুক্রবার ২০টি পত্রিকা পড়ি। বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। কথা বলতে গেলে পড়তে হয়। ডায়েরি লেখা নিয়ে মজার স্মৃতির বিষয়ে তিনি বলেন, তিনি এক বাসা বদলে আরেক বাসায় উঠেছেন। ৯ বছর পর আগের বাসার মালিক তাঁকে জানান, তাকে নাকি এক মাসের বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল দেননি। তখন ডায়েরি খুলে দেখেন, লেখা আছে সেটি পরিশোধ করেছেন। সেই ডায়েরির পাতা ফটোকপি করে তাকে দেখালে তিনি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া পরিচিতজন স্বজন অনেকে তাদের পরিবারের জন্ম-মৃত্যু বিয়ের তারিখ লিখে রাখেন না। পরে প্রয়োজন পড়লে তাঁর কাছে জানতে আসেন। তিনি ডায়েরি দেখে তাদের বলে তারিখ দেন। মেয়ে ডা. সৈয়দা তাহসীন সিফাত কাশ্মীর বলেন, ‘বাবা সারাক্ষণ পড়ায় ডুবে থাকেন। কলেজ থেকে বাসা সব সময় বই, পত্রিকা পড়া আর শিক্ষা নিয়ে ব্যস্ত থাকেন।’ সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, ডায়েরি লেখা, বই ও পত্রিকা পড়ার দারুণ গুণ রয়েছে সৈয়দ আবদুল কাইয়ুমের। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর বই ও পত্রিকার সংগ্রহ বিতরণ করেন। তিনি বই ও পত্রিকা পড়ায় তাঁর শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে থাকেন। সৈয়দ আবদুল কাইয়ুমের ছাত্র চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, ‘আমরা কলেজ জীবনে স্যারকে কাছে থেকে দেখেছি। এমন বই ও পত্রিকার প্রতি টান কম মানুষের দেখেছি। তিনি আমাদেরও বই ও পত্রিকা পড়ায় উৎসাহী করে তুলতেন। এমন গুণী মানুষ সমাজে বিরল।’
শিরোনাম
- সুপার ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাল ভারত
- পিয়া জান্নাতুলের ক্ষোভ...
- চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বে প্লাস্টিক ব্যবসায়ী খুন
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে : গয়েশ্বর
- ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছি
- বার্সা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন পিএসজি তারকা
- সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- স্বৈরশাসক দেশটাকে ধ্বংস করে গেছে: তৃপ্তি
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড সুফী নাইট
- দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াকআউট
- জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ
- ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে
- যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : নবীউল্লাহ নবী
- ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুণ্ন করেছে : ঢাবি সাদা দল
- কুমার নদে নৌকাবাইচে মানুষের ঢল
- চাকসু নির্বাচন: রবিবারের মধ্যে সব প্যানেলই ইশতেহার প্রকাশের প্রস্তুতি
- চুয়াডাঙ্গায় দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা উপহার বিতরণ
- ডাকসু ভোট : প্রশাসনের জবাবে ‘অভিযোগ এড়ানোর কৌশল’ দেখছে ছাত্রদল
- মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
তাঁর সবটা জুড়ে বই, পত্রপত্রিকা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

১২ দিনের ছুটিতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাথমিক ৯ দিনের
১৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল তথ্যে তৈরি : প্রেস সচিব
৭ ঘণ্টা আগে | জাতীয়