নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামের ইউনুস আলীর ছেলে রমজান আলী। তিনি আধুনিক কৃষির সফল উদাহরণ তৈরি করেছেন। বাবা কৃষক হওয়ায় ছোটবেলা থেকেই কৃষিতে তাঁর মন ছিল। বিএসএস শেষে চাকরির পেছনে সময় নষ্ট না করে ২০০৯ সাল থেকে কৃষিকাজ করছেন। ২০১৪ সালে ঢাকা বিভাগের প্রথম মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন তিনি। টম্যাটো ও চিচিঙ্গা চাষের মাধ্যমে তাঁর এ পদ্ধতির যাত্রা হয়। এরপর দেশিবিদেশি সবজি ও ফল চাষে আগ্রহী হন। বর্তমানে উন্নত প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজ ব্যবহার করে তিনি আবহাওয়া ও বাজার দর অনুযায়ী আধুনিক চাষে ফসল উৎপাদন করছেন। এ বছর গ্রীষ্মকালীন ফল বিভিন্ন প্রজাতির তরমুজ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন রমজান আলী। ৫.৫ বিঘা জমিতে মাচা ব্যবহার করে কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন। হলুদ ও কালো রঙের তরমুজ থোকায় ঝুলছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব তরমুজ বাজারে আসবে। পাশাপাশি পুকুরপাড়ে করলা ও লাউ চাষ করেছেন। স্থানীয় কৃষকের জন্য অনুপ্রেরণার উৎস তিনি। রমজান আলী বলেন, ‘আমি এসএসসি পরীক্ষার আগে থেকেই কৃষিতে আগ্রহী ছিলাম। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। গতানুগতিক পদ্ধতি ছাড়িয়ে আধুনিক চাষ শুরু করেছি। উন্নত বীজ বপন করে ফসল উৎপাদন করি। ইউটিউব ও কৃষি অফিসের পরামর্শে সফলতা পেয়েছি।’ শীতকালীন টম্যাটো, ফুলকপি, স্কোয়াশ, শসা, বেগুন, লাউসহ বিভিন্ন সবজি উৎপাদন করছি। বর্ষাকালে তরমুজ, করলা ও লাউ উৎপাদন করে থাকি। উৎপাদিত ফসল যাত্রাবাড়ী, গাউছিয়া কাঁচাবাজার ও ফলের আড়তে বিক্রি করছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘চাকরি বা প্রবাসে যাওয়ার চিন্তা না করে কৃষিতে নিয়োজিত হয়েছি। আধুনিক কৃষি থেকে মাসে গড়ে ৫০ হাজার টাকা আয় করি। অল্প বিনিয়োগে দ্বিগুণ লাভ সম্ভব।’ ঢাকা বিভাগের মালচিং চাষে প্রথম চাষি বলে দাবি করেন রমজান আলী। তার উদাহরণ দেখে স্থানীয় ও অন্যান্য এলাকার কৃষক এ পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছেন। সোনারগাঁ উপজেলা কৃষি বিভাগ জানায়, তরমুজ একটি লাভজনক ফসল। অল্প সময়ে কম খরচে বেশি লাভ সম্ভব। প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচে দুই মাসে লাখ টাকার ওপরে আয় করা সম্ভব। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত রমজান আলীকে পরামর্শ ও সহযোগিতা দেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, ‘রমজান আলী তরমুজ চাষে চাষিদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চাষ করলে লাভবান হবেন। আমরা সার, বীজ, কীটনাশকসহ পরামর্শ দিচ্ছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, ‘রমজান আলীর উদ্যোগ আমাদের কৃষির নতুন সম্ভাবনা দেখাচ্ছে। বর্ষাকালে মাচায় তরমুজ চাষ উদ্ভাবনী। অনাবাদি বা জলাবদ্ধ জমি ব্যবহার করা যায়। স্থানীয় বাজারে চাহিদা বেশি, ফলে দাম ভালো পাওয়া যাচ্ছে।’
শিরোনাম
- ইসরায়েলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
- দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প
- অবশেষে সেই ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল তালেবান
- ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
- এবার এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান
- জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
- মাঠে ফিরছে এনসিএল টি-টোয়েন্টি
- পর্তুগালও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে
- ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
- সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে বিখ্যাত গীতিকার ব্রেট জেমসসহ নিহত ৩
- নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
- লঘুচাপের শঙ্কা, সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস
- গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- ‘১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল’
- নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ
- হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে আলোচনায় আমিরের কোহলি প্রশংসা
- বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি