সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও রিল ক্রিয়েটর হিসেবে সবার মন জয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের যুবক মো. রায়হান সরকার। শখের বশে এই পেজ খুলে এখন তার লাখ লাখ ভিউয়ার রয়েছে। যত ভিডিও আপলোড হয়েছে তার সবই বৈশিষ্ট্যপূর্ণ কথা দিয়ে সাজানো; কিন্তু সেটা ছন্দে ছন্দে উচ্চারণ। ভিডিওতে সামাজিক অসংগতিগুলোকে ছন্দে ছন্দে প্রকাশ করেন। মাত্র ছয় মাসেই এখন তার সর্বোচ্চ ১০ লাখ ভিউ হয়েছে। তার প্রেরণায় গ্রামের অনেক যুবকই সমাজমাধ্যমে কাজ করে আয় করছেন। মো. রায়হান সরকার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউপির জালগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার্স শেষ করে বোচাগঞ্জের উত্তরা অটোরাইস মিলে চাকরি নেন। এ সময় বাড়িতেও বিভিন্ন খামারসহ কাজ করেন। শখের বশে সমাজমাধ্যমে একটি পেজ খোলেন। মাঝে মাঝে পেজে ছবি-ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ আসে না। মন তার খারাপ হয়ে যায়। তারপরও চেষ্টা করে যান। কিন্তু কয়েক মাস পর পেজটা নষ্ট হয়ে যায়। বন্ধ হয়ে যায়। নিজের প্রতি জেদ চাপে, কেন এতে সফলতা আসবে না। তখন তিনি আরেকটি গাংচিল.কম-২ নামে পেজ খুলে আবারও চেষ্টা শুরু করেন। দিনদিন ভালো করতে করতে পাঁচ-ছয় মাস পর সেই সফলতার দেখা মিলে। ডিজিটাল মাধ্যম থেকে আয়ও হচ্ছে তার। মো. রায়হান সরকার বলেন, ‘প্রথমদিকে গ্রামের অনেকে বলত খালি মোবাইলে কি করে, এর কোনো কাজ নেই? আরও নেগেটিভ মন্তব্য করত। কিন্তু আজ গ্রামের সবাই সহানুভূতিশীল। গ্রামের সবাই আমার ভিডিও দেখে।’ তিনি বলেন, আমরা কয়েকজন চেষ্টা করছি দিনাজপুরে যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে তাদের এক গ্রুপ তৈরি করব। যাতে সবাই সবাইকে সহযোগিতা করে ভিউ পাওয়ার পাশাপাশি আয় করতে পারেন। অর্থাৎ কিছুটা হলেও বেকারত্ব দূর করা যায়।’ স্থানীয় ফারজুন, সেকেন্দার নুরউদ্দিনসহ অনেকে জানান, সুন্দর কথা আর ভালো ভিডিও দিয়ে আয় করা যায়, আগে জানতাম না। স্থানীয় যুবক পারভেজ, সোহাগ জানান, রায়হান ভাইয়ের কাজ আমাদের অনুপ্রাণিত করেছে।