নিজের পরিশ্রম ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে পোনা মাছ চাষে সাফল্য পেয়েছেন সিলেটের বিশ্বনাথের উদ্যোক্তা দিলদার খান। পোনা চাষে প্রতি মাসে তিনি আয় করছেন লাখ টাকারও বেশি। স্থানীয় মৎস্য চাষে তার খামারে উৎপাদিত পোনা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চলে চাষিদের মাছের পোনার চাহিদা মেটাচ্ছেন তিনি। তিনি এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন। তার পোনা চাষের খামারটি রয়েছে বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে। নাম ‘দিগন্ত এগ্রো ফার্ম’। ফার্মে গিয়ে দেখা যায়, বসতবাড়ির চারপাশে বিশাল এলাকাজুড়ে রয়েছে ছোট-বড় একাধিক পুকুর। সব পুকুরেই রয়েছে নানা প্রজাতির মাছের পোনা। কয়েকটিতে আছে কার্প জাতীয় বড় মাছ। বাড়ির অঙিনা ও পুকুরপাড়ে চোখে পড়ে কলা, শসা ও আদা চাষের চিত্র। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পৃথক পুকুরে জাল টেনে পোনা মাছের বিভিন্ন দিক পর্যালোচনা করছিলেন খামারি। তিনি জানান, বিদেশ যাওয়ার সুযোগ উপেক্ষা করে ২০০১ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন তিনি। শুরুতে ১০ একর জমিতে বড় মাছ চাষ করেছিলেন। ২০০৫ সাল থেকে মনোযোগ দেন পোনা চাষে। বর্তমানে তার এ খামার বিস্তৃত হয়েছে ৩৫ একরজুড়ে। যেখানে ছোট-বড় ১০টি পুকুরে দেশীয় প্রজাতির কেট ফিস, পাবদা, গুলসা ও পাঙাশের পোনা চাষ করা হয়। এসব পোনা বিক্রি করা হয় সারা বছর। সিলেটের শ্রীমঙ্গল ও ময়মনসিংহের ত্রিশাল থেকে সংগ্রহ করেন রেণু। রেণু থেকে ২০ দিনেই বিশেষ যত্নে লালন-পালনে তৈরি হয় বিক্রিযোগ্য পোনা। পাশাপাশি কার্প জাতীয় বড় মাছ চাষসহ আবাদ করছেন কলা, আদা, শসা ও বোরো ধানও। দিলদার খান বলেন, ‘সঠিক ব্যবস্থাপনা জানা থাকলে বন্যা ব্যতীত মাছ চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আগামীতে সরাসরি ভোক্তার দোরগোড়ায় উৎপাদিত সতেজ মাছ ও সবজি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর বলেন, ‘মাছ চাষে মাছের পোনা একটি গুরুত্বপূর্ণ অংশ। মাছের গুণগত মানসম্মত পোনা উৎপাদনের ক্ষেত্রে দিলদার খানের ভূমিকা প্রশংসনীয়। তার মতো মাছের পোনা উৎপাদনকারীরা দেশের মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
মাছের পোনায় ভাগ্যবদল
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর