আশাজাগানিয়া তরুণ সাইফুল ইসলাম সুজন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। গরিব শিক্ষার্থীদের বই নেই, ছিন্নমূলদের খাবার নেই, হাসপাতালের বেডে থাকা রোগীর রক্ত নেই, অসহায় মানুষের ঘর নেই, বৃক্ষরোপণের জন্য পরিবেশবান্ধব মানুষ নেই; এ পরিস্থিতিতে এগিয়ে যান তিনি। দীর্ঘ ১০ বছর ধরে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি কাজ করছেন। ছয় বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুরাতন বই, গাইড সংগ্রহ করে বিতরণ করছেন। এই বইগুলো সংগ্রহের জন্য তিনি অনলাইন ও বাড়ি বাড়ি গিয়ে উদ্যোগ নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুমূর্ষু রোগীদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করে জীবন রক্ষার কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করছেন মেডিকেল ক্যাম্প, যেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়। রেলস্টেশন থাকা ছিন্নমূল ও এতিমখানায় থাকা শিশুদের জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করে থাকেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে সক্রিয়। বিভিন্ন স্থানে অসংখ্য বৃক্ষরোপণ করেছেন। ফান্ড রেইজিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত তিনটি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করেছেন। সাইফুল ইসলাম সুজন মানবিক এবং পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। সাইফুল ইসলাম সুজন জানান, তারুণ্যতা এক উদ্ভাবনী শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা- এটাকে মূলমন্ত্র করে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আনন্দ পাই। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনই মূল লক্ষ্য।
শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
আশাজাগানিয়া এক তরুণের পথচলা
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর