আশাজাগানিয়া তরুণ সাইফুল ইসলাম সুজন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। গরিব শিক্ষার্থীদের বই নেই, ছিন্নমূলদের খাবার নেই, হাসপাতালের বেডে থাকা রোগীর রক্ত নেই, অসহায় মানুষের ঘর নেই, বৃক্ষরোপণের জন্য পরিবেশবান্ধব মানুষ নেই; এ পরিস্থিতিতে এগিয়ে যান তিনি। দীর্ঘ ১০ বছর ধরে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি কাজ করছেন। ছয় বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুরাতন বই, গাইড সংগ্রহ করে বিতরণ করছেন। এই বইগুলো সংগ্রহের জন্য তিনি অনলাইন ও বাড়ি বাড়ি গিয়ে উদ্যোগ নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুমূর্ষু রোগীদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করে জীবন রক্ষার কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করছেন মেডিকেল ক্যাম্প, যেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়। রেলস্টেশন থাকা ছিন্নমূল ও এতিমখানায় থাকা শিশুদের জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করে থাকেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে সক্রিয়। বিভিন্ন স্থানে অসংখ্য বৃক্ষরোপণ করেছেন। ফান্ড রেইজিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত তিনটি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করেছেন। সাইফুল ইসলাম সুজন মানবিক এবং পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। সাইফুল ইসলাম সুজন জানান, তারুণ্যতা এক উদ্ভাবনী শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা- এটাকে মূলমন্ত্র করে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আনন্দ পাই। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনই মূল লক্ষ্য।
শিরোনাম
- নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
- অষ্টম মেয়াদে ক্ষমতায় ফেরার লড়াইয়ে বিশ্বের প্রবীণতম রাষ্ট্রপ্রধান
- ওয়াল স্ট্রিটে রেকর্ড পতন, ট্রাম্পের আমলে সবচেয়ে বড় ধস
- ‘থ্যাংক ইউ ট্রাম্প’ স্লোগানে মুখরিত তেলআবিব সমাবেশ
- রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
- রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
- আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে সুবিধা পাবে ইংল্যান্ড
- কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা
- প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
- জন্মদিনে কলকাতায় অমিতাভের ‘চল্লিশা পাঠ’
- মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
- গাজার মতো ইউক্রেন যুদ্ধও থামাতে ট্রাম্পকে অনুরোধ জেলেনস্কির
- মানিকগঞ্জে টানা বৃষ্টিতে সবজির বাজারে অস্থিরতা
- ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- জনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হক
- দুই কিংবদন্তির গানে কণ্ঠ দিলেন পান্থ কানাই
আশাজাগানিয়া এক তরুণের পথচলা
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর