খাগড়াছড়িতে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
তিনি বলেন, ‘পাহাড়ের কোনো শিশুই যেন টাইফয়েড টিকার আওতায় বাদ না পড়ে, এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এ সময় বক্তব্য দেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের সদস্য স্বাস্থ্য কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুলাহ্, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম।
ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েট ঠিকাদান ক্যাম্পেইন আজ রবিবার থেকে শুরু হয়েছে। খাগড়াছড়িতে আমাদের নির্ধারিত কেন্দ্রে নয় মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘খাগড়াছড়িতে ১ লাখ ৬৮ হাজার ৩৬৭ জন শিশু ও কিশোরদের বিনামূল্যে ইপিআই (টাইফয়েড জ্বরের) টিকা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য সব শিশুকে টাইফয়েড টিকার আওতায় নিয়ে আসা। কোনো শিশু যেন বাদ না পরে।’
ক্যাম্পেইন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিনিধি/ আশফাক