গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার জিরানী বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে জিরানী বাজারে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কাশিমপুরের দুইটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই মার্কেটের ১৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ দোকানের মালামাল ও পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
বিডি-প্রতিদিন/তানিয়া