রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে শহরের বড় ইন্দারা মোড় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিমসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমানসহ অন্যরা। পরে নেতারা দাবি আদায়ের জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
বিডি প্রতিদিন/কামাল