চিকিৎসক কামরুল ইসলাম মামুন। সম্প্রতি তিনি পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে কুমিল্লা নগরীতে আলোচনার সৃষ্টি করেছে। সৌদি প্রবাসী গাড়িচালক আশরাফুল আলমের পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন করেন। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হারিয়ে ফেলেন তার বাম হাতের বৃদ্ধাঙুল। এরপর থেকে গাড়ি চালানোয় অক্ষম হয়ে ফেরেন নিজ বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। বাম পা থেকে আঙুল নিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে তার বাম হাতে। কুমিল্লা নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে এ অস্ত্রোপচার করেছেন চিকিৎসক কামরুল ইসলাম মামুনের নেতৃত্বে তিনজন চিকিৎসকের একটি দল। এরকম তিনি কয়েক শতাধিক অঙ্গ জোড়া লাগানোর কাজ করেছেন। মানুষের দেহ জোড়া লাগানো বিষয়টি অনেকটা গাছের কলমের মতোই সফল হচ্ছে। এটি সম্ভবত দেশের প্রথম সফল অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা। আরেক রোগী কামাল হোসেন। বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। তিনি করাত কলের শ্রমিক। দুর্ঘটনায় তার ডান হাত আলাদা হয়ে যায়। দিনমজুর মানুষ। কোথায় যাবেন, কীভাবে জীবননির্বাহ করবেন? জীবন নিয়ে অনিশ্চয়তা তাকে পেয়ে বসে। খোঁজ পেয়ে কাটা হাত নিয়ে কুমিল্লায় চলে আসেন তিনি। সেই হাত জোড়া লাগিয়ে দেন ডা. মামুন। সেটি আগের মতোই কাজ করছে। এ বিষয়ে হাসপাতালে কথা হয় রোগী আশরাফুল আলমের সঙ্গে। তিনি বলেন, তার একমাত্র উপার্জনের মাধ্যম গাড়ি চালানো। কিন্তু হাতের আঙুল না থাকায় তা তিনি করতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত দেশেই চলে আসেন। এখন আঙুল নাড়াতে পারেন। আশা করছেন পুরো সুস্থ হয়ে যাবেন। সুস্থ হলে আবার গাড়ি চালাতে পারবেন। চিকিৎসক কামরুল ইসলাম মামুন বলেন, আশরাফুল আলমের সঙ্গে আগেই কথা বলে নিয়েছিলেন। সফলতা ৫০ শতাংশ নিশ্চয়তা দিয়েছেন। এতে তিনি রাজি হন। তার বাম পায়ের দ্বিতীয় আঙুল এনে হাতের বৃদ্ধাঙুলের স্থানে জোড়া লাগানো হয়েছে। প্রায় সাত ঘণ্টার টানা অস্ত্রোপচারের পর আমরা সফল হয়েছিলাম। ইতোমধ্যে নার্ভগুলো সচল হয়েছে। তিনি আরও বলেন, ‘যার যায় তিনি জানেন অঙ্গ হারানোর কষ্ট। যাদের অঙ্গ কাটা পড়ে তারা যেন সার্জনের সঙ্গে যোগাযোগ করে তার নিকটস্থ হাসপাতালে রোগীকে কাটা অঙ্গসহ দ্রুত নিয়ে আসেন। দুই ঘণ্টার মধ্যে আনা গেলে সার্জারিতে ভালো ফলাফল আসে।’ সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ বলেন, ‘মামুন একজন মেধাবী চিকিৎসক। তার অঙ্গ জোড়া ও প্রতিস্থাপনের সফলতার হার বেশি। দুই সপ্তাহ আগে তিনি বিচ্ছিন্ন হওয়া একটি হাত জোড়া লাগিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি পায়ের আঙুলকে হাতে এনে জোড়া লাগিয়েছেন। এটি সম্ভবত দেশের প্রথম সফল অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা। এটি কুমিল্লাসহ সারা দেশের চিকিৎসাসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে।’ জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, ডা. মামুনের নেতৃত্বে জেলা শহরে এত জটিল অস্ত্রোপচার চিকিৎসাসেবায় মাইলফলক। বিদেশে চিকিৎসা ব্যয় বেশি, সেটি কমিয়ে দেশেই এমন জটিল অস্ত্রোপচার করা যাবে।’
শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
অঙ্গ প্রতিস্থাপনে সাড়া জাগিয়েছেন ডা. মামুন
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর