বরিশাল ব্রজমোহন (বিএম) বিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপি ভ্রাম্যমাণ বই মেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুক্রবার বিকেলে মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রেরসহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার প্রমুখ।
আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক-ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/এএম