বগুড়ার শাজাহানপুরে দেবী দুর্গার বিসর্জনের রাতে বিষাক্ত মদপানে অসুস্থ ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকাল ৫টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন—শাজাহানপুর উপজেলা খোট্টাপাড়া ইউনিয়নের বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা মিজানুর রহমান (৫৫), বেজোড়া পশ্চিমপাড়ার নাছিদুল ইসলাম (২৭), আবদুল্লাহেল কাফি (৩০) ও মানিক আকন্দ (৩০)। এদের মধ্যে মিজানুর গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায়, নাছিদুল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সোয়া ১০টায়, মানিক শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১২টায় এবং আবদুল্লাহেল কাফি বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান। এছাড়া হাসপাতালে আনসার সদস্য রনজু মিয়া (৩০) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল, আবদুল্লাহেল কাফি, রনজু মিয়া ও মানিক আকন্দ একসঙ্গে বাংলা মদপান করে অসুস্থ হয়ে পড়েন। তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজন মারা যান।
আশঙ্কাজনক অবস্থায় থাকা অসুস্থ আনসার সদস্য রনজু মিয়া বলেন, বিজয়া দশমীর রাতে বাংলা মদপান করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের পর পাঁচজন মিলে বাংলা মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান, নাছিদুল, মানিক ও কাফি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রনজু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।
বিডিপ্রতিদিন/কবিরুল