বরিশাল নগরীতে দ্বিতীয়বারের মতো ক্যাট শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর নতুনবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ শো অনুষ্ঠিত হয়। ক্যাট শো প্রতিযোগিতায় অংশ নেয় দেশি-বিদেশি ৫০টি বিড়াল। বিড়ালের অভিভাবকদের পাশাপাশি দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত শোতে চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক, কারও কপালে টিপ আর বাহারি সাজসজ্জায় ছিল বিড়ালগুলো। লাল গালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেন আদরের বিড়াল নিয়ে আসা অভিভাবকরা। বিড়াল নিয়ে এমন আয়োজনে খুশি তারা।
আয়োজকদের প্রধান উপদেষ্টা আবির মাহমুদ বলেন, ২০২২ সালে এ ধরনের একটি আয়োজন হয়েছিল। এটা বিড়ালপ্রেমীদের একটি মিলনমেলা ছিল। এতে ৫০টি বিড়াল অংশ নিয়েছে। তারা পাঁচটি ক্যাটাগরিতে অংশ নিয়েছে। প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়েছে। পাঁচটি ক্যাটাগরি হলো— র্যাম্প ওয়াক, খাদক বিড়াল, মোস্ট কিউট ক্যাট, মোস্ট অ্যাংরি ক্যাট ও মোস্ট স্টাইলিস্ট ক্যাট। সঙ্গে ছিল পাখি প্রদর্শনীও। ক্যাট ফুডের ৭টি স্টল ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিড়াল নিয়ে আয়োজনের ইচ্ছা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল