বরিশালের গৌরনদীতে বন্ধুদের সঙ্গে নিয়ে মসজিদের অজুখানা পরিষ্কারের সময় বৈদ্যুতিক পানির পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে গৌরনদী বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মাহিম ওই এলাকার ফরহাদ প্যাদার একমাত্র ছেলে। সে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, উপজেলার পূর্ব বড়দুলালী গ্রামের মাহিম প্যাদা তার ৩/৪ বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। একপর্যায়ে অজুখানা পরিষ্কারের সময় বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম প্যাদা গুরুতর আহত হয়।
তিনি জানান, স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে (মাহিম) গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল শেষে মাহিমের মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে মাহিমের তিন বছরের বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এবার ফরহাদ প্যাদার একমাত্র ছেলে মাহিমের মৃত্যুর পর পুরো পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/কেএ