নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে গেছে অন্তত ৪২টি দোকান। মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় গতকাল ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন ও মালিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সমবেদনা জানান তিনি। বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো তারা বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। গতকাল ভোর ৫টার দিকে মুড়িপট্টির একটি দোকান থেকে আগুন ধরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের উৎস। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।