ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ সম্প্রতি পেয়েছেন তার প্রিয় ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের স্বাক্ষরিত এসি মিলানের ১১ নম্বর জার্সি। এমন বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বুমরাহ নিজেই।
সোশ্যাল মিডিয়ায় ইব্রার পাঠানো জার্সির ছবি শেয়ার করে বুমরাহ লিখেছেন, 'ওহো! কথা শেষ, আনন্দে অভিভূত।' তিনি এই মুহূর্তটি সম্ভব করে দেওয়ার জন্য স্ত্রী সঞ্জনা গানেসানকে ধন্যবাদ জানিয়েছেন।
ইব্রাহিমোভিচের পাঠানো জার্সিতে লেখা ছিল, “To Jasprit! With all love and success.”
বুমরাহ আগেও বহুবার জ্লাতান ইব্রাহিমোভিচকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। ২০২৩ সালে ইব্রাহিমোভিচ যখন ফুটবল থেকে অবসর নেন, তখন বুমরাহ লিখেছিলেন, “আমার জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস এবং ‘সিংহের মনোভাব, কখনো পিছপা নয়’ মানসিকতা আবিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ।”
সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচকে ধরা হয় ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে। তিনি ইউরোপের প্রায় সব শীর্ষ ক্লাবে খেলেছেন- বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান এবং আয়াক্সের মতো ক্লাবে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৮৬৬টি ম্যাচে করেছেন ৫৭৩ গোল। ২০২৩ সালে তিনি ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
বিডি প্রতিদিন/মুসা