নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষার লক্ষ্যে গাড়ি চালক ও হেলপারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন এবং বিআরটিএর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আয়োজিত এই কর্মশালায় নারায়ণগঞ্জ শহরের যাতায়াত করা বিভিন্ন পরিবহনের বাসের চালক ও হেলপাররা অংশগ্রহণ করেন। সেই সাথে তাদেরকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার দ্বারা এই প্রশিক্ষণ দেয়া হয়। সেই সাথে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করার সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা মনে করেছি সার্বিক সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় ইতোমধ্যে সে সকল কার্যক্রম করেছে তারই ধারাবাহিকতায় নায়ণগঞ্জের সকল বাস ড্রাইভার এবং হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেই সাথে তাদের ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান তাদের সকলের মধ্যে পোশাক বিতরণের কার্যক্রম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমরা সকল চালকদের পরিচয়পত্র দিতে চাই। আমরা দেখতে চাই তাদের সকলের লাইসেন্স আছে কিনা। ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না এই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যাশা করি সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর হাত থেকে নাগরিকদের রক্ষা করতে সক্ষম হবো। ঢাকা থেকে ট্রেইনার এসেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান, বিআরটিএ এর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান ও ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিম সহ বিভিন্ন পর্যায়ের বাস মালিক ও সরকারি কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ