বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান, তার শিক্ষাই হলো জাতির সাথে আর প্রতারণা না করা। অথচ আমরা এখনও জাতির সাথে প্রতারণা করে যাচ্ছি। একদিকে পিআরের কথা বলছে, অন্যদিকে ৩০০ আসনে মনোনয়ন দিচ্ছে।
তিনি আরো বলেন, তোমরা পিআরের কথা বলো, আবার ৩০০ আসনে মনোনয়ন দাও। পিআরের কথা বললেতো কোনো আসনে মনোনয়ন দেবার কথা না। আগে জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। তা না হলে গণঅভ্যুত্থানের চেতনা ভুলন্ঠিত হবে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাসাইল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানশুরসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল