মোংলায় তালাক দেওয়ায় স্বামী গোলাম মওলা দুলাল (৪৫) তার স্ত্রী রঞ্জিলা বেগমকে (৩৯) কুপিয়ে হত্যা করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকায় রঞ্জিলার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক বছর আগে দুলালের সঙ্গে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে গত ২২ জুলাই রঞ্জিলা স্বামীকে তালাক দেন। এই ঘটনার জের ধরেই মঙ্গলবার (১৯ আগস্ট) দুলাল কাঠের বাটাম দিয়ে তার মাথা ও শরীরে আঘাত করে গুরুতর আহত করেন। অচেতন অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা হয়ে ঢাকায় নেওয়া হয়। সেখানে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিলা মারা যান। এর আগে, মঙ্গলবার রাতেই স্থানীয়দের সহায়তায় গোলামকে আটক করা হয়।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, তালাকের ক্ষোভে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘাতক স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ