আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রতিবছর সিলেটের সরকারি মুরারিচাঁদ (এম.সি) কলেজের ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবে এম.সি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ (ইনক)। ১৮ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতি শিক্ষার্থীকে বছরে ৭ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ১৫ সেপ্টেম্বর। প্রাথমিক বাছাই সম্পন্ন হবে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে অ্যসোসিয়েশনের সভাপতি শফিকউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সহসভাপতি সাখাওয়াত আলী, কবির চৌধুরী, অধ্যাপক আমিনুল হক চুন্নু, দেওয়ান শাহেদ চৌধুরী, মনসুর চৌধুরী, ইব্রাহিম চৌধুরী খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।