জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) এই পুলিশ কর্মকর্তার জামিন নিয়ে জুলাই-আগস্টে আহতদের পরিবারের পক্ষে আন্দোলন হয় সচিবালয়ের সামনে। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ।
সচিবালয়ের সামনে হওয়া আন্দোলনে ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের ওপর হামলাকারী জামিনপ্রাপ্ত যাত্রবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেফতারসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত