আসন্ন এশিয়া কাপের জন্য বড় ধরনের চমক রেখে দল ঘোষণা করেছে ভারত। তাদের দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা।
টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। ভারতের দল থেকে যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকার জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। বোঝাই যাচ্ছে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা চলছে ক্রিকেটারদের মধ্যে। এছাড়া ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত।
ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেসার মোহাম্মদ শামির জায়গা মেলেনি। এ ছাড়া ফর্মে থাকলেও, সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ নেই এশিয়া কাপের দলে। তরুণ ব্যাটার রিয়ান পরাগও জায়গা পাননি।
টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। এছাড়া একই গ্রুপে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১০ সেপ্টেম্বর ভারতের এশিয়া কাপ মিশন শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নামবে ভারতীয়রা। ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিভম ডুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কূলদীপ যাদব, স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং।
বিডি প্রতিদিন/কেএ