ময়মনসিংহে একটি বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল দুপুরে নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের মাসকান্দা কাউন্টারে এ ঘটনা ঘটে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছিলাম। গফরগাঁও আসতেই একজন ফোন করে বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের কথা জানায়। কি কারণে কারা এ কাজ করেছে এখনো জানতে পারিনি।
বাস কাউন্টারের এক কর্মী বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে কাউন্টারে হামলা চালায়। মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা ভাঙচুর করেছে। বাস চলাচল বন্ধ রয়েছে। এখন ঢাকা যেতে পারছি না। ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।